• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ক্ষমতায় বসেই সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ১৮:৫৯

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ আগস্ট (শনিবার) শপথ নিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারপারসন ইমরান খান। আর ক্ষমতা হাতে নিয়েই দেশের সরকারি সংবাদমাধ্যম পাকিস্তান টিভি এবং রেডিও পাকিস্তানকে পুরোপুরি সম্পাদকীয় স্বাধীনতার ঘোষণা দিয়েছে ইমরান খান সরকার। টুইটারে এমনটা জানিয়েছেন পাকিস্তানের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ হোসেন চৌধুরী। খবর দৈনিক আনন্দবাজার।

টুইটারে ফাওয়াদ হোসেন চৌধুরী বলেন, এ ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগামী তিন মাসে যাবতীয় পদক্ষেপ নেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, পাকিস্তান টিভির উপরে রাজনৈতিক সেন্সরশিপ বন্ধ করতে চান ইমরান খান। পিটিভি ও রেডিও পাকিস্তানকে সম্পাদকীয় স্বাধীনতা দিতে আগামী তিন মাসে তার মন্ত্রণালয় পদক্ষেপ নিতে চলেছে।

এরই মধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও দাবি করেন, এই প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর ‘সরকারের ব্যক্তিগত সম্পত্তি’হিসেবে দেখা হবে না। পাকিস্তানের ইতিবাচক ছবি তুলে ধরবে তারা।

এর আগে নওয়াজ শরিফের সরকারও এমন প্রতিশ্রুতি দিয়েছিল। তবে তা কার্যকর হয়নি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে রাজনৈতিক দল গঠনের দুই দশকের বেশি সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ক্ষমতা হাতে নিলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
সীমান্তে হতাহতের ঘটনা প্রমাণ করে সার্বভৌমত্ব চরম সংকটে : ফখরুল
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
বাহরাইনে স্বাধীনতা ‍দিবস উদযাপন
X
Fresh