• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মুসলিম দেশগুলোর তুলনায় ইসরায়েল ভালো: সৌদি মন্ত্রী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৩ আগস্ট ২০১৮, ১৪:১২

সৌদি আরবের ইসলামিবিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, মুসলিম দেশগুলোর তুলনায় ইসরায়েল ভালো। কারণ তারা তাদের মুসলিম নাগরিকদের হজ পালনে বাধা দেয়নি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর প্রকাশ করা হয়। সেখানে এবিষয়ে মন্ত্রীর ভিডিও বক্তব্যও তুলে ধরা হয়।

শেখ আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখের এই মন্তব্য ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের ক্রমবর্ধমান সুসম্পর্কের ইঙ্গিত হতে পারে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

ইসলামিবিষয়ক মন্ত্রী আরও বলেন, আমরা যতদূর জেনেছি ইসরায়েল মুসলিম হজযাত্রীদের হজ পালনে সৌদি আরবে আসা নিষিদ্ধ করেনি। যদিও একটি মুসলিম দেশ নিজ দেশের নাগরিকদের জন্য সৌদি আরবে হজ পালনে নিষেধাজ্ঞা জারি করেছে।

যদিও সৌদি মন্ত্রী সেটি কোন দেশের কথা বলেছেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে তিনি প্রতিবেশী রাষ্ট্র কাতারকে ইঙ্গিত করেই এ মন্তব্য করেছেন। অন্যদিকে কাতারের অভিযোগ, তাদের নাগরিকদের হজ পালনে বাধা দিচ্ছে সৌদি আরব।

এদিকে, সৌদি মন্ত্রীর মন্তব্যের ভিডিওটি নিজেদের টুইটার অ্যাকাউন্টে রিটুইট করে ইসরায়েল সরকার বলেছে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এবার ইসরায়েলের ৪ হাজার মুসলিম নাগরিক পবিত্র স্থানে হজ পালন করেছেন।

উল্লেখ্য, সৌদি আরবের নেতৃত্বে এক বছরের বেশি সময় ধরে কাতারের বিরুদ্ধে অবরোধ জারি আরোপ করা হয়েছে।

আরও পড়ুন :

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে বড় আকারের রকেট হামলা চালাল হিজবুল্লাহ
গাজায় এক কবরেই মিলল ১৮০ মরদেহ
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি সেনা কর্মকর্তার মৃত্যু
X
Fresh