• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ার বোর্নোতে জঙ্গি হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৮, ১৫:২৪

নাইজেরিয়ার জঙ্গি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৯। গতকাল রোববার (১৯ আগস্ট) ভোররাতে বোর্নো রাজ্যের গুজামালা অঞ্চলের মাইলারি গ্রামে এ হামলা চালায় জঙ্গিরা। খবর রয়টার্স, এবিসি নিউজ।

রোববার রাত ২টার দিকে জঙ্গিরা এ হামলা চালায়। এমনটা জানিয়েছেন এ হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী আবাচো উমর।

আবাচো উমরতবে আরও বলেন, হামলাকারীরা বোকো হারাম না আইএসডব্লিউএ-র লোক ছিল তা বুঝতে পারিনি। তবে হামলায় নিহত ১৯ জনের লাশ গুনেছি। তাদের মধ্যে আমার ছোট ভাইয়ের লাশও ছিল।

তিনি আরও বলেন, হামলার কয়েকদিন আগে গ্রামের আশপাশে জঙ্গিদের দেখা গিয়েছিল।

আবাচো উমরতবে অভিযোগ করে বলেন, জঙ্গিদের দেখার পর স্থানীয়রা নিকটবর্তী শহর গুদুমবালিতে অবস্থানরত নাইজেরীয় সেনাদের খবর দিয়েছিলাম। কিন্তু তারা কোনও পদক্ষেপ নেয়নি।

উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের কাছে এই জঙ্গি গোষ্ঠী এক ধরনের ত্রাস সৃষ্টি করে রেখেছে৷ ২০০৯ সাল থেকে বোকো হারামের হামলায় অন্তত ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এলাকা ছেড়ে পালিয়েছে ২৫ লাখ মানুষ।


আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh