• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২১ সদস্যের মন্ত্রিসভা গঠন করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৮, ২০:০৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার একদিন পরই দেশের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করলেন ইমরান খান। ২১ সদস্যের মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী ও পাঁচজন উপদেষ্টা রয়েছেন। নতুন মন্ত্রিসভা আগামীকাল সোমবার শপথ নেবে। খবর খালিজ টাইমস।

ইমরান খানের মন্ত্রিসভার সদস্যরা এক-তৃতীয়াংশ সাবেক মন্ত্রী ছিলেন। তারা ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে সাতজন সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফের আমলে এবং দুইজন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সরকারের মন্ত্রী হিসেবে কাজ করেছেন।

১৬টি মন্ত্রণালয়ের মধ্যে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই দলের মিত্রদেরকে ছয়টি মন্ত্রণালয় দেয়া হয়েছে।

আসাদ ওমরকে অর্থমন্ত্রী, পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, খায়বার-পাখতুনখোয়ার সাবেক মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাককে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ড. শিরিন মাজারিকে মানবাধিকার বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এরমধ্যে শাহ মেহমুদ কোরেশি আগে পিপিপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ড. ফাহমিদা মির্জাকে আন্তঃপ্রাদেশিক সমন্বয় বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। চৌধুরী তারিক বশির পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী মন্ত্রিসভার সদস্য জাতীয় সংসদ ও সিনেটের মোট সদস্যের শতকরা ১১ ভাগের বেশি হতে পারবে না। সে হিসেবে ইমরান খান তার মন্ত্রিসভায় মোট ৪৯ জন মন্ত্রী নিয়োগ দিতে পারবেন। পিটিআই দলের একজন সিনিয়র নেতা জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী মন্ত্রী সংখ্যা বাড়তে পারে।

উল্লেখ্য, ১৮ আগস্ট শনিবার পাকিস্তানের ২২তম হিসেবে শপথ নিয়েছেন ইমরান খান।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তান সরকারের স্থায়িত্ব নিয়ে ইমরানের ভবিষ্যদ্বাণী
ইমরানকে হটাতে ষড়যন্ত্রের অভিযোগ উড়িয়ে দিলেন ডোনাল্ড লু
অনুমোদন পেল ৩৪৩৪ কোটি টাকার ১৪ প্রস্তাব
১০ হাজার টন চিনি কিনবে সরকার
X
Fresh