• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফিজির অদূরে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

  ১৯ আগস্ট ২০১৮, ১১:১৫
প্রতীকী ছবি

প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র ফিজি থেকে দুইশো মাইল দূরে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। টোঙ্গা থেকেও ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব একই পরিমাণ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)-র প্রাথমিক খবরে এমনটা জানা গেছে। খবর সিএনএনের।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরের কিছুক্ষণ পরই ওই ভূমিকম্পটি আঘাত হানে। তারা জানাচ্ছে, এটির গভীরতা প্রায় ৫৬০ কিলোমিটার।

প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনও বিধ্বংসী সুনামি সতর্কতা নেই। একইসঙ্গে হাওয়াইয়েও কোনও সুনামি সতর্কতা নেই।

এদিকে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়গুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের সংখ্যা বেড়ে গেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ার পর্যটক দ্বীপ লোম্বক ও বালিতে ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৪৩৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন আরও কমপক্ষে সাড়ে তিন লাখ মানুষ।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোয়ান্টাম ফিজিক্সে অভূতপূর্ব সাফল্য পেলেন বাংলাদেশি গবেষক
X
Fresh