• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শপথ পাঠের সময় ভুল করলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ২৩:৪৬

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার সময় ভুল করলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। কয়েকটি শব্দের উচ্চারণ ভুল করেন তিনি। শনিবার ইসলামাবাদের আইওয়ান আল সদরে ইমরান খানকে শপথ বাক্য পড়ান পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইন। খবর এনডিটিভি।

কালো শেরওয়ানি পরা ইমরান খানকে শুরু থেকেই নার্ভাস লাগছিল। শপথ বাক্য পড়া শুরুর পর উচ্চারণ ও বুঝতে ভুল করেন তিনি।

মামনুন তাকে পড়ান, ‘রোজ-ই-কেয়ামাত’(বিচার দিবস) কিন্তু ইমরান পড়েন ‘রোজ-ই-কেয়াদাত’(নেতৃত্বের দিন)।

পরে দুঃখিত বলে আবারও পড়া শুরু করেন তিনি।

ইমরানের ভুল উচ্চারণ নিয়ে বলতে গিয়ে পাকিস্তানের জ্যেষ্ঠ বিশ্লেষক মাজহার আব্বাস বলেছেন- ‘এই সময়ের মধ্যে শপথবাক্য কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে মনে হয়েছে। আগের প্রধানমন্ত্রীরা যে শপথবাক্য পাঠ করেছিলেন এটি তার চেয়ে আলাদা বলে মনে হয়েছে। ইমরান যদি আগে মহড়া দিয়ে নিতেন তাহলে হয়তো শব্দগুলো ঠিকমতো উচ্চারণ করতে পারতেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে রাজনৈতিক দল গঠনের দুই দশকের বেশি সময় পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে দ্বন্দ্ব ভুলে যে কারণে এক হলেন নওয়াজউদ্দিন-আলিয়া
মোস্তাফিজের উপর আনা গাঙ্গুলীর অভিযোগকে ভুল প্রমাণ করলেন ধোনি
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
পোশাক শিল্প নিয়ে ভুল তথ্য যাচ্ছে বিদেশে 
X
Fresh