• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৮, ২০:৪৬

আগামী সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন তিনি। এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে সিঙ্গাপুরভিত্তিক গণমাধ্যম স্ট্রেইট টাইমস।

২০১২ সালে চীনের ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের এটাই হবে উত্তর কোরিয়ায় প্রথম সফর। এছাড়া ১৩ বছর আগে ২০০৫ সালে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সবশেষ উত্তর কোরিয়া সফর করেন।

স্ট্রেইট টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে বলে কথা রয়েছে। শেষ মুহূর্তে বিশেষ কিছু না ঘটলে সফরসূচি ঠিক থাকবে।

উল্লেখ্য, চীন হচ্ছে উত্তর কোরিয়ার নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ ব্যবসায়িক মিত্র। চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই বার চীন সফর করেছেন। এসব সফরের মাধ্যমে তিনি চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা করেছেন।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনা প্রেসিডেন্টের অভিনন্দন
X
Fresh