• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইমরান চাননি তাই শপথ অনুষ্ঠানে থাকছেন না তার দুই ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ আগস্ট ২০১৮, ১০:৪৬
দুই ছেলে সুলাইমান ও কাশিমের সঙ্গে ইমরান খান

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন ইমরান খান। কিন্তু এই শপথ অনুষ্ঠানে থাকছেন না তার দুই ছেলে সুলাইমান ও কাশিম। ইমরানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ বলেছেন, ছেলেরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিল কিন্তু ওদের বাবাই চায়নি যে ওরা আসুক। খবর জিও টিভির।

ইমরানের রাজনৈতিক জীবন শুরুর সময় জেমিমার ভূমিকা প্রশংসা করে একটি টুইটের জবাবে তিনি এ কথা লিখেন। ওই টুইটে বলা হয়, ব্যাপক উৎসর্গ ও কাজের প্রয়োজন এমন একটি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাবার কাজে তার সন্তানরা গর্বিত হোক। জবাবে জেমিমা লিখেন, ধন্যবাদ। ছেলেরা অনুষ্ঠানে যেতে পারছে না বলে তাদের মন খারাপ। কিন্তু ইমরান খান ‘জেদ’ করেছে যাতে ছেলেরা শপথ অনুষ্ঠানে না থাকে।

বাবা পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন আর সুলাইমান ও কাশিম স্কটল্যান্ডে ছুটি কাটাচ্ছে এমন সমালোচনারও জবাব দিয়েছেন জেমিমা।
-------------------------------------------------------
আরও পড়ুন : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
-------------------------------------------------------

জেমিমা বলেন, তারা ওই অনুষ্ঠানে থাকতে চেয়েছিল। কিন্তু ছেলেদের বাবা তাদের সেখানে থাকতে না বলেছে।

উল্লেখ্য, পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে আর কিছুক্ষণ পরই শপথ নেবেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারপার্সন ইমরান খান। ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউজে তাকে শপথ পাঠ করাবেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ তুললেন ইমরান
এপ্রিলেই কারামুক্ত হতে পারেন ইমরান খান!
কারাগারে বুশরাকে বিষ দেওয়া হয়েছে, দাবি ইমরান খানের
প্রেমিকাকে নিয়ে ভাড়া ফ্ল্যাটে উঠলেন ইমরান
X
Fresh