• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরানবিরোধী ‘অ্যাকশন গ্রুপ’ তৈরি করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১২:০৫

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ইরানবিরোধী অ্যাকশন গ্রুপ গঠনের ঘোষণা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৃহস্পতিবার এমন ঘোষণা এলো যুক্তরাষ্ট্র থেকে। খবর প্রেসটিভি।

মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিষয়ক নীতি সমন্বয় ও বাস্তবায়নের লক্ষ্যে এই গ্রুপ গঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতি বিভাগের পরিচালক ব্রায়ান হুককে ‘ইরান অ্যাকশন গ্রুপের’ প্রধান করা হয়েছে।

মাইক পম্পেও এ সময় মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে সংঘর্ষ, সহিংসতা ও উত্তেজনার জন্য ইরানকে দায়ী করেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ইরান বিদ্বেষী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে অতীতের সব মার্কিন প্রেসিডেন্টের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

এদিকে গত ৭ আগস্ট তেহরানের ওপর প্রথম দফার নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন। ইরানের বৃহত্তম রপ্তানি তেল ও গ্যাস খাতকে টার্গেট করে আরেক দফার নিষেধাজ্ঞা আগামী নভেম্বরে কার্যকর হবে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh