• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিম নারী সিনেটর মেহরিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ১১:৫১

ইংরেজি না জানা ও মুসলিম অভিবাসীদের আসা বন্ধ করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেসার অ্যানিং। এই মন্তব্যের তীব্র নিন্দা ঝড় বইছে। এরই মধ্যে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার সিনেটে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম নারী মেহরিন ফারুকি। বুধবার তাকে সিনেটের একটি শূন্য পদে মনোনয়ন দেয়া হয়। সিনেটর নির্বাচিত হওয়ার আগে তিনি নিউ সাউথ ওয়েলস থেকে গ্রিন পার্টির সাংসদ ছিলেন। ২০১৩ সালে তিনি সাংসদ নির্বাচিত হন। খবর বিবিসি।

এ নিয়ে পাকিস্তানি বংশোদ্ভূত এই মুসলিম নারী বলেন, অস্ট্রেলিয়া ভবিষ্যতে অবশ্যই ‘বৈচিত্র্যময় এবং শক্তিশালী’ হবে।

তিনি আরও বলেন, সিনেটর হিসেবে আমার প্রধান দায়িত্ব হবে বর্ণবাদকে পরাজিত করা।
-------------------------------------------------------
আরও পড়ুন : লিবিয়ায় গণঅভ্যুত্থানে হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড
-------------------------------------------------------

আগামী সপ্তাহে মেহরিন সিনেটর হিসেবে শপথ নেবেন।