• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইতালিতে ব্রিজ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬, অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ আগস্ট ২০১৮, ০৮:৫৪

ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়ায় মঙ্গলবার একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়ার ঘটনায় হতাহতদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছেন জরুরিকর্মীরা। পুলিশ জানিয়েছে, মোরান্দি ব্রিজ ভেঙে ৪৫ মিটার উঁচু থেকে কয়েক ডজন গাড়ি নিচে পড়ে যাওয়ার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কুকুর ও ক্লাইম্বিং গিয়ার ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকলবাহিনীর প্রায় ৩০০ কর্মী। এদিকে ব্রিজের অন্য অংশও ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : গোপনে সাক্ষাৎ করেছেন মিশরের সিসি ও ইসরায়েলের নেতানিয়াহু
-------------------------------------------------------

ভারী বর্ষণের মধ্যে ব্রিজটি ধসে পড়লেও ঠিক কী কারণে এমনটা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে মোরান্দি ব্রিজটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি।

১৯৬০-এর দশকে এই মোরান্দি ব্রিজটি নির্মাণ করা হয়। ইতালিয়ান রিভেয়ারা থেকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলের মধ্যে সংযোগস্থাপনকারী এই ব্রিজ দিয়ে স্থানীয় বন্দর থেকে পণ্য বহন করা হতো।

জেনোয়া পুলিশের মুখপাত্র আলেসসান্দ্রা বুচি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের ধারণা ধ্বংসাবশেষের নিচে এখনও মানুষ রয়েছে। উত্তরাঞ্চলীয় ইতালির সব জরুরিকর্মী এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ব্রিজটি যখন ধসে পড়ে তখন এর ওপর ৩০ থেকে ৩৫টি গাড়ি এবং তিনটি ভারী যানবাহন ছিল।

আরও পড়ুন :

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে পড়ার ঘটনায় যা জানা গেল
১১ পরিবর্তন নিয়েও জয় ইতালির
চমক রেখে দল ঘোষণা ইতালির
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
X
Fresh