• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গোপনে সাক্ষাৎ করেছেন মিশরের সিসি ও ইসরায়েলের নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ আগস্ট ২০১৮, ২৩:০৫

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সাক্ষাৎ করেছেন।

গাজা যুদ্ধবিরতি নিয়ে সিসির সঙ্গে কথা বলতে গত মে মাসে নেতানিয়াহু গোপনে মিশর সফর করেন বলে জানিয়েছে চ্যানেল ১০।

খবরে বলা হয়েছে, গত ২২ মে কায়রো সফরে যান নেতানিয়াহু। অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সেখানে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের শাসন পুনর্বহাল করার বিষয়ে সিসির সঙ্গে কথা বলেন তিনি।
---------------------------------------------------
আরও পড়ুন : জাতিসংঘের দাবি কয়েক লাখ উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে, চীনের প্রত্যাখ্যান
--------------------------------------------------

পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে ১৪ মে গাজা-ইসরাইল সীমান্তে ব্যাপক প্রতিবাদ জানান ফিলিস্তিনিরা। এই প্রতিবাদ কর্মসূচিতে ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি যুবক মারা যান।

উল্লেখ্য, গাজার প্রায় ১৫০ অবস্থানে তেলআবিবের বিমান হামলা চালানোর দুদিন পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর মিশর সফরের খবর প্রকাশিত হলো।

সম্প্রতি ইসরায়েলি যুদ্ধমন্ত্রী এভিগডোর লিবারম্যান বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আরেকটি যুদ্ধ ‘অবশ্যম্ভাবী’ হয়ে পড়েছে।

মঙ্গলবার ইরানের গণমাধ্যম পার্সটুডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
X
Fresh