• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুরসির মৃত্যুদণ্ডের আদেশ বাতিল

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ নভেম্বর ২০১৬, ১৬:০৫

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করেছেন দেশটির আদালত। সে সঙ্গে নতুন করে তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের জুলাইয়ে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। নিষিদ্ধ করা হয় তার নেতৃত্বাধীন মুসলিম ব্রাদারহুড। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার নেতাকর্মীকে।

হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ বিচার আবদুল ফাত্তাহ আল সিসির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

রাষ্ট্রের গোপন তথ্য বিদেশি শক্তিগুলোর কাছে পাচার করার অভিযোগ আছে মুরসির বিরুদ্ধে। এসব অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং ২০ বছর কারাদণ্ডসহ বিভিন্ন সাজা দেয়া হয়। মুরসি এসব রায়ের বিরুদ্ধে আপিল করেন।

এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh