• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ আগস্ট ২০১৮, ১১:৪৭

তাইওয়ানে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার নিউ তাইপে সিটির একটি হাসপাতালের সাত তলায় একটি ওয়ার্ডে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর বিবিসির।

কর্মকর্তারা জানাচ্ছেন, রোগী ও স্টাফসহ আরও ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। কী কারণে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি স্থানান্তরযোগ্য বিছানায় বৈদ্যুতিক ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

খবর বলা হয়েছে, শহরের উত্তরাংশে অবস্থিত উইফু হাসপাতালে স্থানীয় সময় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন লাগে। পরে সেখান থেকে ৩৩ রোগী ও তিনজন স্টাফকে বের করে আনতে সক্ষম হন দমকল বাহিনীর কর্মীরা।
-------------------------------------------------------
আরও পড়ুন : ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ আর নেই
-------------------------------------------------------

রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না নিউজ এজেন্সি (সিএনএ) জানিয়েছে, ওই ওয়ার্ডে অগ্নি নির্বাপণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না বলে পুলিশ খুঁজে পেয়েছে। এদিকে সেখান থেকে বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, তাইওয়ানে অগ্নিকাণ্ডের খুব সাধারণ একটি ব্যাপার। কেননা দেশটিতে অগ্নি প্রতিরোধের পদক্ষেপ কঠোরভাবে পালন করা হয়।

এর আগে ২০১২ সালে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জন রোগী নিহত হয়েছিল। সেসময় আহত হয়েছিলেন আরও ৬০ জন।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাইওয়ানে ভূমিকম্প : ৪ জনের মরদেহ উদ্ধার 
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
জয়পুরহাট জেনারেল হাসপাতালে আগুন 
তাইওয়ান প্রশ্নে চীনের পাশে বাংলাদেশ
X
Fresh