• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এমএলএ’র কাছে কোটি রুপি চেয়ে মৃত্যুর হুমকি দাউদ ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক

  ১২ আগস্ট ২০১৮, ১৯:৩০

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের বহুজন সমাজ পার্টির এমএলএ উমা শংকর সিংহ। এই ঘটনায় তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন এবং পুলিশ এটি তদন্ত করছে।

রোববার(১২ আগস্ট ২০১৮) উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে তিনি সাংবাদিকদের এসব কথা জানান বলে জানিয়েছে ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’। তিনি উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার রাসরা থেকে নির্বাচিত এমএলএ।

উমা শংকর সিংহ বলেন, গত ৬ আগস্ট আমি মোবাইল ফোনে একটি মেসেজ পাই, যাতে আমার ইমেইল চেক করতে বলা হয়। সাধারণত তরুণরা আমার কাছে তাদের বায়োডাটা ইমেইল করে। তাই আমি তখন বিষয়টি সিরিয়াসলি নিইনি এবং ভাবলাম এটা তো পরেও চেকর করতে পারবো। তখন আমি দিল্লিতে ছিলাম।

-------------------------------------------------------
আরও পড়ুন : ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণার প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলিরাই
-------------------------------------------------------

তিনি বলেন, এরপর ৮ আগস্ট একই নম্বর থেকে একটা মেসেজ পাই। যাতে বলা হয়, ‘লাস্ট ওয়ার্নিং, জিনা ইয়া মরনা এক কোটি রুপি’।

এমএলএ বলেন, আমি মেইল চেক করে দাউদ ইব্রাহিমের ছবি পেলাম। ইমেইলে বলা হয়, ‘উমাশংকর, তুমি বাল্লিয়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছ। যদি তুমি এটা চালিয়ে যেতে চাও, তবে এক কোটি রুপি দাও। নয়ত, তোমার জন্য একটা বুলেটই যথেষ্ট। আমরা তোমাকে যেকোনো সময়ই খুন করতে পারবো।

তিনি বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম এটা দাউদ ইব্রাহিম টেক্সট গ্রুপ থেকে আমাকে মেসেজটি পাঠানো হয়েছে।

উমা শংকরের অভিযোগ এবং ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
X
Fresh