• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পেট্রোলিয়াম প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ২১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৮, ১৮:৩৪

ভারতের মুম্বাইয়ের চিম্বুরে পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (বিপিসিএল) একটি প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ২১ জন। আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। খবর টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি নিউজ, ফার্স্ট পোস্ট।

পেট্রোলিয়াম প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের পর পরই আগুন ধরে যায়। আজ বেলা ৩টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেশ কয়েকটি গাড়ির কাঁচও ভেঙে যায় বিস্ফোরণে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনীর সাতটি ইউনিট।

বিপিসিএলের মুখপাত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, রিফাইনারির অগ্নিনির্বাপক দল আগুন নেভানোর কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আছে।

বিপিসিএলের ওই রিফাইনারিতে জ্বালানি তেল পরিশোধন করা হতো।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দেশটির অন্ধ্র প্রদেশের কার্নুল জেলার আলুরু মান্দাল এলাকার গ্রানাইটের খনিতে বিস্ফোরণে নিহত হয়েছিল অন্তত ১২ জন।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
X
Fresh