• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের উত্তপ্ত সীমান্ত, ভারতের গুলিতে ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৬, ১৯:৪৮

ফের উত্তপ্ত হয়ে পড়েছে ভারত-পাকিস্তান সীমান্ত। বিরোধপূর্ণ কাশ্মীর অঞ্চলের আন্তঃসীমান্তে ভারতের হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। কাশ্মীরকে ঘিরে সাম্প্রতিক সময়ে পরমাণু ক্ষমতাধর প্রতিবেশী এ দু’দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।

পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, গত রাতে ভিম্বার সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর (এলওসি) ভারতীয় সেনার বন্দুক হামলায় ৭ পাকিস্তানি সেনা সদস্য শহীদ হয়েছেন।

ভারতের উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তানি সেনারা ভারতীয় বিভিন্ন ফাঁড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় ভারত। এতে মৃত্যু হয় ৭ পাকিস্তান সেনা সদস্যর।

দীর্ঘ বিরোধপূর্ণ এ অঞ্চল নিয়ে গেলো সেপ্টেম্বরে দু’দেশের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে। তখন একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোয় ভারত পাকিস্তানি জঙ্গিদের দায়ী করে। সেখানে ওই হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়।

তারা ওই হামলার জবাবে পাকিস্তানের কঠোর নিরাপত্তা বেষ্টিত সীমান্তের ভেতর প্রবেশ করে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের সামরিক অভিযান চালায়। যদিও ইসলামাবাদ সেখানে ভারতের এমন অভিযানের কথা প্রত্যাখ্যান করে।

এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh