• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাইজেরিয়ায় নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ আগস্ট ২০১৮, ২১:৫০
ফাইল ছবি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (নেমা) বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, বৃহস্পতিবার সোকোটো প্রদেশের গান্দি জেলায় শক্তিশালী স্রোতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি ডুবে যায়। খবর আল-জাজিরার।

নেমার ওই কর্মকর্তা বলেন, উদ্ধারকারীরা ১৭ জন নারী ও চারজন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। সৌভাগ্যবান বাকি ২৯ যাত্রী সাঁতরিয়ে তীরে পৌঁছাতে সক্ষম হয়।

ওই যাত্রীরা নদীর অপর পাশে গারিন কারে গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন। গেল মাসে তাদের পার্শ্ববর্তী গ্রামে সন্দেহভাজন গরু চোরদের ভয়াবহ হামলার পর তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

ডাকাতদের হামলার পর হাজার হাজার গ্রামবাসী একটি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়। ওই হামলায় ৩২ জন নিহত হয় এবং কয়েক ডজন ঘরবাড়ি পুড়িয়ে হামলাকারীরা।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা খুবই স্বাভাবিক। অতিরিক্ত যাত্রী ও জলযান জরাজীর্ণ অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে।

গেল মাসে সোকোটো প্রদেশের ইসা জেলায় প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে গিয়ে ২২ জন ব্যক্তির মৃত্যু হয়।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
নাইজেরিয়ায় স্কুল চলাকালীন ২৮৭ শিক্ষার্থী অপহৃত
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
শেখ হাসিনাকে নাইজেরিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন
X
Fresh