• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে ৩৫০ ফুটের কৃত্রিম জলপ্রপাত! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ আগস্ট ২০১৮, ২১:৪১

ইট পাথরের শহরে এ যেনো প্রকৃতির ছোঁয়া। ৩৫০ ফুট উঁচু ভবন বেয়ে জলপ্রপাত। বিস্ময়কর মনে হলেও সত্যিই বিশ্বকে চমকিয়ে দিতে এই কৃত্রিম জলপ্রপাত তৈরি করেছে চীন। এই জলপ্রপাতের দেখা মেলে চীনের গিয়াং এলাকায়। খবর ডেইলি মেইল।

শহরের মাঝেই বাণিজ্যিক এলাকায় এই লিবিয়ান বিল্ডিং। উচ্চতা প্রায় ৩৫০ ফুট। তার গা বেয়েই এই জলধারা নামছে।

গিঝু লুডিয়া প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড কোম্পানি শহরে পর্যটন শিল্প প্রসারের কারণেই এই ভবনে জলপ্রপাত তৈরির পরিকল্পনা করে।

এই জলপ্রপাত প্রতিদিন চালু থাকে না। বিশেষ উৎসবের সময় ১০ থেকে ২০ মিনিট চালু করা হয় পাম্প। বৃষ্টির জলও জমিয়ে রাখা হয় বহুতলের ট্যাঙ্কে।

দু’বছর আগে এই জলপ্রপাত তৈরি হলেও তা বিশ্বের নজরে আসে সম্প্রতি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘বাংলাদেশ থেকে আসা মুসলিমদের থাকতে দেব না’
--------------------------------------------------------

এ নিয়ে নির্মাতারা বলেন, একবার পাম্প করে জল উপরে তুলতে খরচ হয় ১২০ ডলারেরও বেশি।

অনেকে প্রশংসা করলেও পরিবেশ প্রেমীরা অবশ্য এর বিরোধিতা করে জানান, জল অপচয় হচ্ছে, অপচয় হচ্ছে অর্থেরও।

চীনের বাসিন্দারা এই বাড়িকে ওয়াটার ফল নামেই চেনেন। চারটে ১৮৫ কিলোওয়াটের পাম্প বসানো হয়েছে এই বহুতলের ছাদে।

উল্লেখ্য, দুবাই একাধিক কৃত্রিম সৌন্দর্য তৈরি করে চমক দিয়েছে বিশ্বকে। এবার দুবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিল চীন। প্রায় ৩৫০ ফুট উঁচু এই কৃত্রিম জলপ্রপাত তৈরি করতে চারটি বড় পাম্প দিন রাত কাজ করছে। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হলেও বিশ্বকে চমকে দেওয়ার পাওয়াটাই বেশি।

আরও পড়ুন :

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
বনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
নির্মাণাধীন ভবন থেকে পড়ে চীনা নাগরিকের মৃত্যু
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
X
Fresh