• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নিউজিল্যান্ডে ফের ভূমিকম্প, ধসে গেছে রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৬, ১৩:৫৮

নিউজিল্যান্ডে ফের ভূমিকম্পন অনুভূত হলো। এবার দেশটির দক্ষিণ আইল্যান্ডের এ কম্পন ছিল ৬ দশমিক ২ মাত্রার। এর কয়েক ঘণ্টা আগেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটিতে।

সোমবার স্থানীয় সময় দুপুর দেড়াটার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়) এ ভূমিকম্পে কয়েকটি ভবন, রাস্তাঘাট ধসে গেছে। আহত হয়েছেন বেশকিছু লোক। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গেলো রোববার স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় রোববার বিকেল ৫টা) ৭ দশমিক ৮ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে নিউজিল্যান্ডে। এতে মারা যান দু’জন। ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন সড়ক ও ভবন। ভূমিকম্পের ২ ঘণ্টা পর আঘাত হানে সুনামি। হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নেন।

এরই মধ্যে হেলিকপ্টারে করে ক্রাইস্টচার্চ শহর থেকে ৯১ কিলোমিটার উত্তর-পূর্বের ভূমিকম্প প্রবণ অঞ্চলে পৌঁছেছে জরুরি উদ্ধারকারী দল।

মূলত রিং অব ফায়ার’র ওপর নিউজিল্যান্ডের অবস্থান। এ ত্রুটি রেখায় ঘনঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়। পুরো প্রশান্ত মহাসাগর জুড়েই এ রিংয়ের পরিধি।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh