• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বাবা-মা-ভাইকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৮, ১৪:৪৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রবসটাউনে ৬০ বছর বয়সী এক ব্যক্তি তার বাবা ও সৎমাসহ আরও দুইজনকে হত্যার পর আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রিচার্ড স্টারি নামের ওই ব্যক্তি তার বাবা ও সৎমাকে গুলি করার আগে আরও দুইজনকে হত্যা করেছে। খবর নিউ ইয়র্ক টাইমস, সিএনএনের।

রবসটাউনের পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় সময় সন্ধ্যার দিকে রেটামা ম্যানর নার্সিং সেন্টারে বন্দুক হামলার খবর পেয়েছেন।

রবসটাউন সিটি সেক্রেটারি হারমান রদ্রিগেজ বলেছেন, সন্দেহভাজন হামলাকারীসহ ওই নার্সিং হোমের ভেতর গুলিবিদ্ধ অবস্থায় তিনজনের মৃতদেহ খুঁজে পেয়েছেন তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইসরায়েলি সেনাকে চড় মারা আহেদ তামিমি কারামুক্ত
--------------------------------------------------------

এদিকে রবসটাউন পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলাকারীকে রিচার্ড স্টারি (৬০) হিসেবে চিহ্নিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়, স্টারির মৃতদেহের পাশে একটি হ্যান্ডগান পড়েছিল।

এছাড়া নার্সিং হোমের অপর দুই মৃতব্যক্তিকে আরনেস্ট স্টারি (৮৫) ও তার স্ত্রী থেলমা মনটালভো হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্টারি দম্পতির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে বলে আমরা খবর পাই। সেখানে গিয়ে আমরা দুজনের মৃতদেহ দেখতে পাই। তাদের একজন এই দম্পতির ১৩ বছরের পালক ছেলে ও অপরজন মনটালভোর ৪১ বছর বয়সী ছেলে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এই চারজনকে হত্যার পর হামলাকারী আত্মহত্যা করে। তাদের বিবৃতিতে আরও বলা হয়, পুরো বিষয়টি দেখে মনে হচ্ছে এটি একটি হত্যার পর আত্মহত্যার ঘটনা। তবে আমাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। তাই আমরা ধারণাপ্রসূত হয়ে কিছু বলতে চাই না।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় যুবকের আত্মহত্যা
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা
ছাদ থেকে লাফ দিয়ে ইউটিউবার তরুণ-তরুণীর আত্মহত্যা
ঈদে স্ত্রীকে মাংস কিনে খাওয়াতে না পারায় চিঠি লিখে আত্মহত্যা
X
Fresh