• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মহানবীর অনুপ্রেরণায় দেশ গড়তে চান ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুলাই ২০১৮, ০৯:২৩

ইমরান খান। ১৯৯২ পাকিস্তানকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন এই মানুষটি। এবার পাকিস্তানের রাজনীতিতে ছক্কা হাঁকালেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া এখন শুধু সময়ের ব্যাপার। সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল প্রকাশের পর ২৬ জুলাই বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশন ভাষণ দিয়েছেন ইমরান খান। ভাষণে তিনি বলেন, মহানবীর অনুপ্রেরণায় দেশ গড়তে চাই। খবর ডেইলি পাকিস্তান, ডন।

ভাষণে ইমরান খান বলেন, আমরা কেমন পাকিস্তান দেখতে চাই? আমার অনুপ্রেরণা মদিনায় আমাদের নবীর রাষ্ট্র। পাকিস্তানকে আমরা তেমন করেই গড়ে তুলতে চাই।

ভাষণে তিনি দেশের দারিদ্র মোচন এবং দুর্নীতির সংক্রমণ বন্ধ করে সরকারকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ইমরান খান বলেন, 'আমরা সফল হয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বীকে আমরা হারিয়ে দিয়েছি। আমরাই সরকার গঠন করবো।'

------------------------------------------------------
আরও পড়ুন : আমার ছেলের বাবাই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী: জেমিমা
------------------------------------------------------

নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বিরোধী-পক্ষের প্রতি কোনোরকম সহিংস আচরণ সহ্য করা হবে না। এই মুহূর্ত থেকে আমি সব পাকিস্তানিকে একত্রিত হওয়ার আহ্বান জানাই। আমরা আমাদের দেশের ট্যাক্সের টাকা হেফাজত করবো।

এখন পর্যন্ত প্রকাশিত নির্বাচনের ফলাফলে ইমরানের খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইমরানকে শেষ পর্যন্ত জোট সরকার গঠন করতে হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আফ্রিদির সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে যা বললেন বাবর
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
X
Fresh