• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইথিওপিয়ায় জরুরি অবস্থা, গ্রেপ্তার ১১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ নভেম্বর ২০১৬, ১৩:২১

ইথিওপিয়ায় গেলো মাসে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার করা হয়েছে। অরোমো ও আমহারা থেকে অধিকাংশ মানুষ গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ৩শ’ ৪৭ জন নারীও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের ৬টি কারাগারে রাখা হয়েছে।

দেশটির রাজধানী আদ্দিস আবাবায় এখনো বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট সার্ভিস ও সামাজিক যোগাযোগ মাধ্যম। জরুরি অবস্থায় বিরোধী দলের কর্মসূচি, কারফিউ ও রাজধানীর বাইরে কূটনীতিকদের ৪০ কিলোমিটারের বেশি পথ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার কূটনীতিকদের দেয়া ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। রাজনীতি, ব্যবসা ও মানবাধিকার ইস্যুতে আন্দোলন শুরুর পর গেলো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে ৬ মাসের জরুরি অবস্থা জারি হয় ইথিওপিয়ায়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh