• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাকিস্তানে প্রথমবার ভোট দিলেন যে এলাকার নারীরা

অনলাইন ডেস্ক
  ২৫ জুলাই ২০১৮, ১৫:০২
পেশোয়ারে একটি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন নারীরা

পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচনে আজ সাড়ে দশ কোটি মানুষ ভোট দিচ্ছেন। উৎসব আমেজের মধ্যে নতুন সরকার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। খবর ডেইলি পাকিস্তানের।

নির্বাচনের মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে, ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটাভুটিতে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি হবে। এরইমধ্যে বেশ কয়েকটি ইতিহাস সৃষ্টি হয়েছে। পাকিস্তানের বিভিন্ন এলাকায় নারীদের ভোট দেয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। যেখানে ঘরের কাজ ছাড়া তাদের তেমন কিছু করার অনুমতিও নেই সেসব এলাকায়ও নারীরা ভোট দিতে পারছেন।

এদিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পর পাঞ্জাবের খুহাব এলাকার একটি গ্রামের নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ভোটকেন্দ্রে ভোট দিতে গেছেন ঘাক কল্যাণ গ্রামের নারীরা। ইতিহাস গড়েছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দিরের নারী ভোটাররা। তারাও প্রথমবারের মতো ভোট দিয়েছেন।

------------------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তানে ভোটকেন্দ্রের বাইরে হামলায় পুলিশসহ নিহত ৩১
------------------------------------------------------------------

চলতি নির্বাচনে ১০ কোটি ৫০ লাখ ৯৬ হাজার নিবন্ধিত ভোটার রয়েছেন। তাদের মধ্যে প্রায় চার কোটি ৭০ লাখই নারী ভোটার। এই নির্বাচনে জাতীয় পরিষদের ২৭০টি আসন ও প্রাদেশিক পরিষদের ৫৭০টি আসনে ১২ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে ২৩ শতাংশ ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

উল্লেখ্য, বিভিন্ন বিধিনিষেধের কারণে রক্ষণশীল পাকিস্তানের গ্রামাঞ্চলে নারীরা সাধারণত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। যদিও এর আগে নির্বাচনগুলোতে শহরাঞ্চলে নারী ভোটারদের উপস্থিতি বেশ সন্তোষজনক ছিল।

আরও পড়ুন :

এ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বস্তায় হাত দিতেই ছোবল, প্রাণ গেল ৩ সন্তানের জননীর
ডিজিটাল সুরক্ষা প্রশিক্ষণে সনদ পেলেন ২৫ নারী সাংবাদিক ও রাজনীতিবিদ
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
X
Fresh