• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ফের শান্তিচুক্তি

অনলাইন ডেস্ক
  ১৩ নভেম্বর ২০১৬, ১১:৪৪

ফার্ক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ফের শান্তিচুক্তি করেছে কলম্বিয়ার সরকার। গণভোটে গেলো চুক্তিটি বাতিল হবার দেড় মাস পর নতুন করে এ চুক্তি করা হলো।

আগের চুক্তিটির বিপক্ষে ‘না’ ক্যাম্পেইন চালানো সাবেক প্রেসিডেন্ট আলভেরো উরিবে অবশ্য এবারের চুক্তি আলোচনায় সংযুক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এ চুক্তির মাধ্যমে ৫২ বছর ধরে চলা গেরিলা যুদ্ধের অবসান হবে।

নতুন এ চুক্তিটি এখনো সরকারিভাবে অনুমোদন পায়নি। চুক্তিটি অনুমোদন দেয়া হবে পার্লামেন্টের মাধ্যমে। অবশ্য এবারের করা চুক্তিটি কোনো গণভোটে যাবে না বলে নিশ্চিত করেছে সরকারি সূত্র।

উভয়পক্ষ থেকে দেয়া একটি বিবৃতিতে জানানো হয়, অস্ত্রযুদ্ধ বন্ধে আমরা নতুন একটি সমঝোতায় পৌঁছেছি। চুক্তিটিতে কিছু পরিবর্তন, ব্যাখ্যা সংযোজন এবং বেশ কিছু সামাজিক গোষ্ঠীর অবদানের কথা স্থান পেয়েছে।

বিবৃতিটি কিউবা ও নরওয়ের কূটনীতিক পাঠ করেন। এ দু’দেশের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নেয় কলম্বিয়া সরকার ও ফার্ক বিদ্রোহী গোষ্ঠী। কিউবার রাজধানী হাভানায় এ আলোচনায় হয়।

এপি/ এস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh