• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গরু জবাই হলেই গণপিটুনি: আরএসএস নেতা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ জুলাই ২০১৮, ২০:৩৪

গরু জবাই হলেই গণপিটুনি চলবে বলে মন্তব্য করলেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(আরএসএস) নেতা ইন্দ্রেশ কুমার।

সোমবার রাঁচিতে হিন্দু জাগরণ মঞ্চের কার্যালয় উদ্বোধনের সময় এই মন্তব্য করেন তিনি।

ইন্দ্রেশ কুমার বলেন, এমন কোনও ধর্ম দেখান যেখানে গোহত্যার অনুমতি দেয়। যীশু গোশালায় জন্মান। তাই গরুকে গোমাতা বলা হয়। মক্কা ও মদিনায় গোহত্যা করা যায় না।

তিনি আরও বলেন, দুনিয়া থেকে এই পাপ দূর করার শপথ কি আমরা নিতে পারি না? পৃথিবী থেকে এই পাপ যদি দূর হয়ে যায়, তবে গণপিটুনিও বন্ধ হয়ে যাবে।

এদিকে সিনিয়র বিজেপি নেতা বিনয় কাটিয়ার বলেন, অলওয়ারে গণপিটুনির ঘটনাটি নিন্দনীয়। কিন্তু মুসলমানদের উচিত গোহত্যা থেকে বিরত থাকা এবং হিন্দুদেরকে উত্তেজিত না করা।

তিনি বলেন, অনেক মুসলমান গরু পালন করে কিন্তু গোহত্যাও করে। অনেকে গোমাংসও খায়।

তিনি আরও বলেন, গণপিটুনির জন্য কোনও আইনের দরকার নেই। বিরোধী দলগুলো চলমান লোকসভা অধিবেশন ব্যাহত করার একটা নতুন ইস্যু খুঁজে পেয়েছে।

এদিকে আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার বলেছেন, গোহত্যা বন্ধ হলেই গণপিটুনি বন্ধ হয়ে যাবে।

উল্লেখ্য, শুক্রবার রাতে অলওয়ারে গরু পাচারকারী সন্দেহে আকরাম খান নামের এক ২৮ বছরের তরুণকে বেধড়ক পেটায় কিছু লোক। খবর পেয়ে পুলিশ আহত আকরামকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

কে/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh