• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ১৬০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১৮:০২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের বাবাজানি শহর।

রোববার দুপুরের এই ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৬০। রিখটারস্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। খবর প্রেসটিভি।

কেরমানশাহ প্রদেশের গভর্নর হুশাং বাজভান্দ বলেছেন, আহতদের মধ্যে অন্তত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকিদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পে ৫৪টি আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা দুর্গত এলাকার লোকজনকে ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করছেন। গোটা কেরমানশাহ প্রদেশে ভূমিকম্প অনুভূত হয় এবং লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরের শক্তিশালী ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ওই ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত ৫০০ মানুষ আর আহত হয়েছিল সহস্রাধিক মানুষ।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
কয়েক ঘণ্টায় ৮০ বারেরও বেশি কেঁপে উঠল তাইওয়ান
তিন দিনের সফরে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে 
ইসরায়েলের ড্রোনগুলো ‘বাচ্চাদের খেলনার মতো’: ইরান
X
Fresh