• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানের সাবেক মডেল ও লেখিকার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৮, ২২:০৫

পাকিস্তানের সাবেক জনপ্রিয় মডেল ও ফ্রিল্যান্স সাংবাদিক কুরআতুলআইন (অ্যানি) আলী খানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২১ জুলাই) করাচিতে তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর ডন।

এ নিয়ে করাচি সিনিয়র সুপারিন্টেনডেন্ট পুলিশ (দক্ষিণ) ওমর শহীদ বলেন, অ্যানি আলী খানের মরদেহ উদ্ধার করা হয়েছে করাচি জিমখানা আর রাজ্য অতিথি ভবনের কাছে কসর-ই-জয়নাব ভবনের তৃতীয়তলা থেকে। অ্যানি আলী খান নিজ ফ্ল্যাটে একা থাকতেন। তার স্বামী বর্তমানে বিদেশে আছেন।

তিনি আরও বলেন, এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা বেশ কঠোর। বিষয়টি আত্মহত্যার ঘটনা হতে পারে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জোট গঠন করেই নির্বাচনে যাবে কংগ্রেস: রাহুল গান্ধী
--------------------------------------------------------

আর্টিলারি ম্যাডেন স্টেশনের হাউস অফিসার সাফদার মাশওয়ানি বলেন, প্রতিবেশীদের কাছ থেকে তারা জানতে পারেন, অ্যানি আলী খানের ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল। পুলিশ যখন ঘটনাস্থলে যায়, তখন সেখানে দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। ওই সময় মেঝেতে কিছু পোড়া বই আর মরদেহটি মেলে।

অ্যানি আলী খানের মরদেহের ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, দম বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তার শরীরের কোনও আঘাতের চিহ্ন নেই।

উল্লেখ্য, অ্যানি আলী খান সাংবাদিকতার পাশাপাশি তথ্যচিত্র নির্মাণ করতেন। এছাড়া তিনি লিখতেন ‘ডন’, ‘হেরাল্ড’, ‘স্লেট’, ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’, ‘দ্য এশিয়া সোসাইটি’ও ‘দ্য ক্যারাভ্যান’-এ।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাফনের ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উত্তোলন
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
শাহিনের চোখে টি-টোয়েন্টির ব্র্যাডম্যান রিজওয়ান
৮৩৭ আফগান শরণার্থীকে ফেরত পাঠাল পাকিস্তান
X
Fresh