• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গাজায় হামাস-ইসরায়েল অস্ত্রবিরতিতে সম্মত

আরটিভি অনলাইন ডেস্ক

  ২১ জুলাই ২০১৮, ১৫:২৮

অবরুদ্ধ গাজায় ইসলামপন্থী শাসক হামাস ও ইসরাইল আজ শনিবার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার ফিলিস্তিনিদের হামলায় এক ইসরায়েলি সৈনিক নিহত হওয়ার পর ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।

এর পরপর ফিলিস্তিন ও ইসরায়েল সীমান্ত উত্তপ্ত হয়ে উঠার পরেই উভয়পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত হয়।

বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের মুখপাত্র ফাওজি বারহোম। খবর এএফপি’র।

হামাস মুখপাত্র ফাওজি বারহোম এক বার্তায় বলেন, ‘আগের শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যেতে মিশর ও জাতিসংঘের সহযোগিতায় আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইসরায়েলি বাহিনীর হামলায় চার ফিলিস্তিনি নিহত
--------------------------------------------------------

উল্লেখ্য, গত এক সপ্তাহের মধ্যে এটি এ ধরণের দ্বিতীয় অস্ত্রবিরতি চুক্তি।

গাজায় ২০১৪ সালের যুদ্ধের পর এটি ইসরাইলী সৈন্যের প্রাণ হারানোর প্রথম ঘটনা।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস যোদ্ধা নিহত এবং বেশ কয়েক জন আহত হওয়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।

এছাড়া গাজা-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ চলাকালে এক ফিলিস্তিনি নিহত হয়।

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাস তিন তিনবার যুদ্ধে জড়ায়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh