• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী সমাবেশে বিলাওয়াল ভুট্টো

‘ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য’

অনলাইন ডেস্ক
  ২০ জুলাই ২০১৮, ১২:৫৪

আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। বৃহস্পতিবার ফায়সালাবাদে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করলেন ‘পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর কো- চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। খবর জিও নিউজ।

তিনি বলেন, আমাদের অবশ্যই আদর্শ ও লক্ষ্য ভিত্তিক রাজনীতি করতে হবে। তাই বেনজির ভুট্টো ও জুলফিকার আলী ভুট্টোর আদর্শকে সমুন্নত রাখতে হবে। আমরা পাকিস্তান থেকে ঘৃণ্য রাজনীতি ও গলাবাজির রাজনীতি দূর করতে চাই, তাই আপনাদের ভোট ও সমর্থন আশা করছি।’

দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে এবারই প্রথম বেশি সংখ্যক ইসলামপন্থী ও সমালোচিত নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : ইউরোপসহ বিশ্বের জন্য প্রধান হুমকি ইরান : নেতানিয়াহু
--------------------------------------------------------

এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ২৫ জুলাইয়ের পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোনও হস্তক্ষেপ নেই।

নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। আমরা শুধু নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি পাকিস্তানের আইনশৃঙ্খলার উন্নতি আনতে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh