• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইউরোপসহ বিশ্বের জন্য প্রধান হুমকি ইরান : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুলাই ২০১৮, ১২:১৬

ইউরোপসহ গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ইরান প্রধান হুমকিতে পরিণত হয়েছে। বৃহস্পতিবার ইসরাইল সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরব্যানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এমনটা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবরে পার্সটুডে।

এর আগেও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন নেতানিয়াহু। তিনি বলেছিলেন, ইরান সন্ত্রাসবাদে সহযোগিতা করছে।

২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ইরাক ও সিরিয়ায় শুরু হয় দায়েশের মানবতাবিরোধী অপরাধ। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হয়। এরপর ২০১৪ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও তাদের আঞ্চলিক মিত্ররা উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশকে ইরাক ও সিরিয়ায় ঢুকিয়ে দেয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : কাশ্মীরে শিশু গণধর্ষণ মামলায় আসামিপক্ষের আইনজীবী সরকারি পদে
--------------------------------------------------------

ইরানের দাবি, ইরানের সামরিক উপদেষ্টাদের সহযোগিতায় ইরাক ও সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ব্যাপক বিজয় অর্জন করেছে। বিশেষ করে, ওই দু’টি দেশ থেকে এখন উগ্র সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আইএস নির্মূলের পথে রয়েছে।

এদিকে, বুধবার ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করে পার্লামেন্টে বিল পাশ করা হয়েছে। একইসঙ্গে হিব্রুকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে ইসরাইলি পার্লামেন্ট (নেসেট)। এই বিল পাশের ফলে বিশ্বের সকল ইহুদি এখন ইসরায়েলে বিনা বাধায় বসতি স্থাপন করতে পারবেন। বিলটি পাস হওয়ার সময় আরব এমপিরা পার্লামেন্টে এর বিরোধিতা করেন। এমনকি যুক্তরাষ্ট্রের ইহুদি সংগঠনও বিলটির বিরোধিতা করেছে।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরিয়ায় বিমান হামলায় ইরানের কমান্ডারসহ নিহত ১৩
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে ইউরোপের ৪ দেশ
জিম্মি জাহাজে অভিযানে মালিকপক্ষের আপত্তি
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
X
Fresh