• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ জুলাই ২০১৮, ১৬:২০

পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পরেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটেন। এমনটা বললেন তেহরানে ব্রিটিশ দূতাবাসের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের পরিচালক কিথ ওয়েলিংস। খবর প্রেসটিভি।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, ব্রিটিশ সরকার ও ইউরোপীয় মিত্ররা অবস্থান সুস্পষ্ট করেছে যে, তারা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, ইরান ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা অব্যাহত রাখার বিষয়ে আমরা খুবই আগ্রহী।

--------------------------------------------------------
আরও পড়ুন : ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১০
--------------------------------------------------------

কিথ ওয়েলিংস বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করা ব্রিটেনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা স্বীকার করি যে, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার কারণে এর গতি বদলে গেছে কিন্তু ইরানের সঙ্গে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চলছে। কিছুই পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণে অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করার প্রতি সমর্থন দিয়ে যাবে ব্রিটেন।

আরও পড়ুন :

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘হাত ট্রিগারেই আছে’, ইসরাইলকে ইরানের সতর্কবার্তা
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh