• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের উত্তরপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ জুলাই ২০১৮, ১৯:৪৫

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরুট শহরে চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ে হিজাব পরে ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ছাত্রীদের অনেকেই ওড়না দিয়ে মুখ ঢেকে ক্যাম্পাসে আসা যাওয়া করে। এখন কর্তৃপক্ষ এতে আপত্তি জানিয়ে হিজাব পরে ক্যাম্পাসে আসা নিষিদ্ধ করল। টাইমস অব ইন্ডিয়া।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘স্বেচ্ছাচারী’ রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে বললেন ওবামা
--------------------------------------------------------

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মুখ ঢেকে রাখার সুযোগে বাইরের লোকজন ক্যাম্পাসে ঢুকে পড়ে। আর তা বন্ধ করতেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এ ঘটনা নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তি তোলা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অলকা চৌধুরী বলেন, ছাত্রী নয় এমন বহু মেয়েকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রক্টর আরও বলেন, মুখ ঢাকা থাকায় এদের চিহ্নিত করা বেশ কঠিন হয়ে পড়ছিল। তাই এই নিয়ম চালু করা হয়েছে। আপাতত মুখ-মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করা হয়েছে।

এ নিয়ম মানা না হলে পুলিশে সোপর্দ করা হবে।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত
X
Fresh