রাজনৈতিক চাপে নতিস্বীকার করায় ভারতের লজ্জিত হওয়া উচিত: লর্ড কার্লাইল
আরটিভি অনলাইন ডেস্ক
| ১৪ জুলাই ২০১৮, ১০:১২ | আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১০:২৪

--------------------------------------------------------
আরও পড়ুন : কেরালায় চুরির পর ক্ষমা চেয়ে চিঠি লিখে গহনা ফেরত পাঠাল চোর
-------------------------------------------------------- লর্ড কার্লাইল বলেন, এবিষয়ে পরে তিনি সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। ব্রিটেনের হাউস অব লর্ডসের প্রবীণ এই সদস্য আরও বলেন, ৭০ বছর বয়সী একজন পার্লামেন্টারিয়ানের সঙ্গে যে আচরণ করল তাতে তাদের লজ্জিত হওয়া উচিত। ভারতের বিমানবন্দরে যে অল্প কিছুক্ষণ তিনি ছিলেন, সেখানে শুধুমাত্র একজন তরুণ পোর্টার তাকে অসম্ভব সাহায্য করেছিল বলেও যোগ করেন লর্ড কার্লাইল। ভারতে ওই একজন মাত্র লোকের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। চলতি বছরের মার্চ মাসে ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ দেয় বিএনপি। দিল্লিতে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দিতে ১২ জুলাই তার ভারত যাওয়ার তারিখ ঠিক হয়। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে খালেদা জিয়ার মামলা নিয়ে কথা বলবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এমকে