• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুলাই ২০১৮, ০৮:২৭

চীনে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের চেংদু এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ‘ইবিন হেংদা টেকনোলজি’ কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।

সিচুয়ান প্রদেশের চেংদু এলাকার ইন্ডাসট্রিয়াল পার্কে অবস্থিত ‘ইবিন হেংদা টেকনোলজি’ কারখানাটি বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক পদার্থ উৎপাদন কারখানা বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রদেশটির নিরাপত্তা প্রশাসন জানায়, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত।

দেশটিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েক দেশটিতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে চীনের পূর্বাঞ্চলে শানদং প্রদেশের সিনতাই এলাকার একটি মেলামাইন উৎপাদন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছিল। আহত হয়েছিলেন আরও ৫ জন শ্রমিক।

আরও পড়ুন :

এপি /জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
ফিলিস্তিনের পতাকা দেখেই গেলেন লাথি মারতে, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
X
Fresh