• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শপথ নিয়েই সেনাবাহিনীতে রদবদল করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুলাই ২০১৮, ১৭:৪৫

শপথ গ্রহণের পরপরই সেনাবাহিনীতে রদবদল আনলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। মঙ্গলবারের সরকারি এক গেজেটে প্রেসিডেন্টের নতুন এই ডিক্রি জারি করা হয়েছে। সেখানে তুরস্কের স্থলবাহিনীর কমান্ডার জেনারেল ইয়াসার গুলেরকে চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি, রয়টার্সের।

ওই একই ডিক্রির মাধ্যমে সদ্য বিদায়ী চিফ অব জেনারেল স্টাফ জেনারেল হুলুসি আকারকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হয়।

এরদোয়ানের ওই ডিগ্রিতে নতুন নিয়োগ পাওয়া ডেপুটি প্রেসিডেন্ট এবং মন্ত্রীদেরও নাম রয়েছেন।

তুরস্কের স্থল বাহিনীর নতুন কমান্ডার হিসেবে ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ জেনারেল উমিত দুনদারকে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে লে. জেনারেল মেতিন গুরাক নতুন ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে সোমবার দ্বিগুণ নির্বাহী ক্ষমতা নিয়ে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এরদোয়ান। বাংলাদেশ সময় রাত ৯টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে তার এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

তুরস্কের পার্লামেন্ট দপ্তরে শপথ নেয়ার পর রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্টের বাসভবনে উপস্থিত আন্তর্জাতিক নেতা ও কয়েক হাজার অতিথিদের সামনে ভাষণ দেন এরদোয়ান। এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলার বিষয়ে তুরস্ককে আগেই জানিয়েছিল ইরান : রয়টার্স
ইরানকে যে আহ্বান তুরস্কের
তুরস্কে নাইট ক্লাবে আগুন, ২৯ জনের মৃত্যু
তুরস্কে খেলোয়াড় ও সমর্থকদের মারামারি, ফিফার কড়া হুঁশিয়ারি
X
Fresh