• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মার্কিন চাপ সত্ত্বেও তেল রপ্তানিতে বড় কোনও পরিবর্তন নেই : ইরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৮, ১২:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানের তেল উত্তোলন ও রপ্তানিতে বড় কোনও পরিবর্তন আসেনি। এমনটা জানালেন দেশটির তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। খবর প্রেসটিভি।

বিজান জাঙ্গানেহ বলেন, মার্কিন হুমকি মোকাবেলার জন্য ইরান এরই মধ্যে একটি পরিকল্পনা নিয়েছে। সে পরিকল্পনা সফলতার সঙ্গে কাজও করছে। মার্কিন প্রেসিডেন্টের ইরান-বিরোধী নানা তৎপরতার কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

তেল উত্তোলন বাড়াতে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টির জন্য ইরানি মন্ত্রী প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন।

তিনি বলেন, মার্কিন প্রচেষ্টার কারণে তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠবে। এ ধরনের চাপ তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের নীতিমালার বিরোধী বলেও তিনি মন্তব্য করেন। ইরান ও সৌদি আরব- দু দেশই এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য।

জাঙ্গানেহ বলেন, ওপেকের নীতি হচ্ছে রাজনৈতিক চাপের কারণে কখনও আন্তর্জাতিক তেলের বাজারের গতি পরিবর্তন করা যাবে না।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে দেয়া হবে না এবং দেশটির তেলের উত্তোলন শূন্যের কোটায় আনা হবে।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
ইসরায়েলি হামলার প্রতিশোধের বিষয়ে যা জানাল ইরান
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
X
Fresh