• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

আটক হলেন নওয়াজ শরীফের জামাতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জুলাই ২০১৮, ১১:৪৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মাদ সফদারকে আটক করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো বা ন্যাব। দুর্নীতির মাধ্যমে লন্ডনের বিলাসবহুল অ্যাভেনফিল্ড ফ্ল্যাট কেনার মামলায় ৮ জুলাই রোববার তাকে আটক করা হয়। এরই মধ্যে সফদারকে কারাগারে পাঠানো হয়েছে। খবর প্রেসটিভি।

শুক্রবার পাকিস্তানের আদালত তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড দেয়। কিন্তু তিনি আত্মগোপন করে থাকায় আটকে দেরি হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের ব্রেক্সিটমন্ত্রী ডেভিড ডেভিস
--------------------------------------------------------

এ নিয়ে ন্যাব জানায়, সফদারকে যেসব ব্যক্তি লুকিয়ে থাকতে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আটকের আগে ন্যাবের তল্লাশি দল সফদারের খোঁজে অ্যাবোটাবাদ শহর, মানশেরা ও হরিপুরে তার বাড়িতে অভিযান চালায়। এক পর্যায়ে সফরদার ন্যাবের কাছে আত্মসমর্পণ করেন।

এদিকে, সফরদারের কোনও বক্তব্য সরাসরি সম্প্রচার না করতে পাক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে ন্যাব। আদালতের রায়ের পর এবং আটকের আগে ক্যাপ্টেন সফদার শত শত সমর্থক নিয়ে রাওয়ালপিন্ডি শহরে মিছিল করেন।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
ঈদে মেয়ে ও জামাইকে কাপড় দিতে না পেরে আত্মহত্যা
সেনা অভিযানে কেএনএফের ৮ সদস্য আটক, অস্ত্র উদ্ধার 
স্কুলছাত্রীকে তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ
X
Fresh