• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ক্যামেরুনে বাস নদীতে পড়ে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক

  ০৭ জুলাই ২০১৮, ১৬:৩০
ফাইল ছবি

আফ্রিকার দেশ ক্যামেরুনের মধ্যাঞ্চলে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেলে ২৮ জনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় আরও ৫ জনকে উদ্ধার করা হয়েছে। দিকিনিমেকি শহরে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল-জাজিরা, আনাদোলু এজেন্সির।

সেন্ট্রাল রিজিওনের গভর্নর পল নাসেরি বিয়া আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, বাসটিতে ৩০ জনের বেশি আরোহী ছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৪টার দিকে বাসটি রাজধানী ইয়োন্ডে থেকে যাত্রা করে। বাসটি পশ্চিমাঞ্চলীয় রাজধানী বাফোসামের সংযোগকারী রাস্তা ধরে চলছিল।

তিনি বলেন, শুক্রবার সকালের দিকে বাসটি বতোরো শহরের নিকটবর্তী নদীতে পড়ে যায়। ঘটনাটির তদন্ত চলছে।

ন্যাশনাল গেন্ডারমারির রোড ব্রিগেডের একজন সদস্য বলেছেন, দুর্ঘটনার সময় বাসের চালক হয় তো ঘুমিয়ে গিয়েছিলেন।

একজন ভুক্তভোগী ওমবাং ক্রিশ্চিয়ান বলেছেন, প্রায় সবাই মারা গেছেন। মাত্র পাঁচজনকে বাফিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দিকিনিমেকি মহাসড়কে এর আগেও অনেক সড়ক দুর্ঘটনা ঘটেছে। গেলো মার্চে এই এলাকায় এ ধরনের আরেকটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়। সেসময় আরও ২০ জন আহত হয়েছিল।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতি বছর ক্যামেরুনের সড়ক দুর্ঘটনায় অন্তত ১ হাজার ৫০০ জনের মৃত্যু ঘটে।

এ/এসআর

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১
আন্ডারপাসের ছাদের সঙ্গে আটকে গেল পিকনিকের বাস, শিশু নিহত
X
Fresh