• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়ায় সড়কের বিটুমিন গলে আটকে গেলো অর্ধশত গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৮, ১৯:৪৪

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সড়কের বিটুমিন গলে আটকে গেলো অর্ধশত গাড়ি। মঙ্গলবার এই ঘটনা ঘটে। গলিত বিটুমিন টায়ারে লেপ্টে গেলে অনেক চালক তাদের গাড়ি রাস্তায় ফেলে যেতে বাধ্য হন। খবর এবিসি নিউজ।

এবিসি নিউজে এক প্রতিবেদনে জানায়, কেয়ার্নস শহরের দক্ষিণে আথারটন টেবলল্যান্ডসের সড়কে এই ঘটনায় ৫০ জন চালক ও যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় মেয়র জো পারোনেলা। তিনি বলেন, আমি এরকমটা কখনও দেখিনি। যখন গতকাল থেকে এ ধরনের খবর আসা শুরু হল, তা ছিল অবিশ্বাস্য।

আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েকদিনের ঠাণ্ডা ও বৃষ্টির পর হঠাৎ গরমের কারণে আলকাতরা ও বিটুমিনের বড় বড় টুকরা গাড়িগুলোর সঙ্গে লেপ্টে যাচ্ছে।

তিনি বলেন, সপ্তাহখানেক দমকা বাতাসের পর যখনই সূর্য দেখা দিল, তারপর থেকেই বিটুমিন উঠে যাওয়া শুরু করে।

--------------------------------------------------------
আরও পড়ুন : কানাডায় তাপদাহে নিহত ১৯
--------------------------------------------------------

এর ফলে অনেক গাড়িরই টায়ার বদলাতে হবে। উঠে আসা মিটুমিন গাড়িগুলোর বাম্পার বার ও প্যানেলেরও ক্ষতি করেছে। ক্ষতিগ্রস্ত গাড়ির চালকদের ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছে কুইন্সল্যান্ডের পরিবহন ও প্রধান সড়ক কর্তৃপক্ষ।

এসব ঘটনার পর সড়ক পরিবহন ও প্রধান সড়ক অধিদপ্তর মালানদা মিল্লা মিল্লা সড়কটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। অভিযোগ আসার পর সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কারের কাজ হাতে নেয়া হয়েছে।

মোটর চালক ব্রিজিট ড্যালিই বলেন, তার গাড়ির টায়ার বিটুমিনে ঢেকে গেছে।

এই নারী চালক বলেন, আমি খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার গাড়ির চারটি চাকার ওপর বিটুমিনের তিন ইঞ্চি আস্তরণ পড়ে গেছে।

তিনি আরও বলেন, সেখানে আরও অনেক লোক ছিলেন, যারা গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিলেন। তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন ঘটনাও ঘটতে পারে।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
সম্মান রক্ষার ম্যাচে একশ’র আগেই অলআউট টাইগ্রেসরা
X
Fresh