• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কানাডায় তাপদাহে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ জুলাই ২০১৮, ১৯:১৭

কানাডার মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বিরাজমান তীব্র তাপদাহে দেশটির কুইবেক প্রদেশে নিহত হয়েছেন অন্তত ১৯ জন। ৫ জুলাই বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএএন, আরটিই।

এ নিয়ে আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বলেন, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়াও ওই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে আরও কয়েকজনের মৃত্যুর খবর এসেছে।

কানাডার আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে অনুভূত হচ্ছে।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দেশের পূর্বাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। তাই স্থানীয়দের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উল্লেখ্য, নিহতের বেশিরভাগই একা থাকতেন এবং তাদের ঘরে শীতাতপ নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন :

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!
ইসরায়েলকে আর অস্ত্র দেবে না কানাডা
ভিসা প্রত্যাখ্যাত, বিশ্ববিদ্যালয় ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার
কানাডায় ছুরিকাঘাতে চার শিশুসহ মাকে খুন
X
Fresh