• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গোমূত্রেই নিরাময় ক্যানসারের, দাবি গবেষকদের

আন্তর্জাতিক ডেস্ক

  ০৩ জুলাই ২০১৮, ২২:০৩

ভারতের একদল বিজ্ঞানী দাবি করেছেন যে, তারা গোমূত্রের সাহায্যে ক্যানসারের কোষকে ধ্বংস সক্ষম হয়েছেন। গুজরাটের জুনাগাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির বিজ্ঞানীরা এ দাবি করেছেন। তারা বলছেন, গোমূত্র সাধারণ ধরনের বেশ কয়েকটি ক্যানসার নির্মূল করতে পারে। আর এগুলো হচ্ছে, মুখ, জরায়ুমুখ, শ্বাসযন্ত্র, কিডনি, ত্বক ও স্তন ক্যানসার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক বছর এক্সপেরিমেন্ট চালানোর পর ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এ তথ্য জানিয়েছন। ওই গবেষক দলে সহকারী অধ্যাপক শ্রদ্ধা বাট ও সহকারী অধ্যাপক মুকাসিনহ টোমার এবং রিসার্চ ফেলো কবিতা জোশি ছিলেন। বাট বলেন, এই গবেষণা বেশ বিপজ্জনক ছিল। কেননা একটি বোতলের মধ্যে সংগ্রহ করা ক্যানসারের কোষের ওপর আমরা সরাসরি পরীক্ষা চালিয়েছি। একদিনে নির্দিষ্ট সংখ্যক ক্যানসার কোষকে ধ্বংস করতে ঠিক কতটুকু গোমূত্র দরকার হয় এই গবেষণায় আমরা সেটি দেখতে পেয়েছি।

টোমার বলেছেন, আমরা এরপর ইদুরের ওপর পরীক্ষা চালাবো। একবার সফল হলে, বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য ট্যাবলেট তৈরি করবো। তিনি বলেন, কেমোথেরাপি সুস্থ কোষকেও ধ্বংস করে দেয় কিন্তু গোমূত্র কেবল আক্রান্ত কোষগুলোকেই মেরে ফেলে।

এ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
ক্যানসারে আক্রান্ত কেট মিডলটন
X
Fresh