• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট বামপন্থী ওবরাদোর

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ জুলাই ২০১৮, ১২:৪৯

মেক্সিকোর নির্বাচনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বামপন্থী অ্যান্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের নির্বাচনের পর প্রাথমিক ভোট গণনায় দেখা গেছে মেক্সিকো সিটির সাবেক মেয়র ৫৩ শতাংশ ভোট পেয়েছেন। যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি। খবর বিবিসির।

এদিকে বুথ ফেরত জরিপেও দেখা গেছে যে, আমলো নামে পরিচিত লোপেজ ওবরাদোর বেশ এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পরাজয় মেনে নিয়েছেন এবং লোপেজ ওবরাদোরকে বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে চীনের সাহায্য চায় উত্তর কোরিয়া
--------------------------------------------------------

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন দলের প্রার্থী হোসে অ্যান্তোনিও মিদে তৃতীয় অবস্থানে রয়েছে। মিদে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন যে, তিনি লোপেজ ওবরাদোরের ‘সর্বোচ্চ সফলতা’ কামনা করেছেন।

গত শতকের প্রায় পুরোটা জুড়েই মেক্সিকোর রাজনীতির ময়দান দাপিয়ে বেড়িয়েছে মিদের ইন্সটিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টি (পিআরআই)।

রক্ষণশীল ন্যাশনাল অ্যাকশন পার্টি (পিএএন)-র প্রার্থী রিকার্ডো আনিয়া নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করবেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

আনিয়া বলেন, আমি তার জয় মেনে নিয়েছি। আমি তাকে শুভেচ্ছা জানাই এবং মেক্সিকোর ভালোর জন্য তার সফলতা কামনা করি।

এদিকে ‘মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্ট হওয়ায়’ লোপেজ ওবরাদোরকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমন এক সময় দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলো যখন রোববারের এই ভোটাভুটির আগে মেক্সিকোয় সহিংসতায় ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। দেশটির পরামর্শক সংস্থা ইটিলেক্ট জানাচ্ছে, এদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতির দায় নিয়ে ভিয়েতনাম প্রেসিডেন্টের পদত্যাগ
তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে যা জানালেন পুতিন
প্রেসিডেন্ট নির্বাচনে আবারও ‘বিপুল ভোটে’ জয়ী পুতিন
রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন আজ
X
Fresh