• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

প্রথম শিখ সংবাদ উপস্থাপক পেলো পাকিস্তানের টিভি চ্যানেল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০১৮, ২২:৩৯

প্রথমবারের মতো শিখ সংবাদ উপস্থাপক পেলো পাকিস্তানের টিভি চ্যানেল। শনিবার দেশটির ‘পাবলিক নিউজ চ্যানেল’ এ প্রথম শিখ সংবাদ উপস্থাপক হিসেবে যোগ দেন হারমিত সিং। খবর দ্য হিন্দু।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের চাকসার শহরের বাসিন্দা হারমিত সিং।

এ নিয়ে তিনি বলেন, ধর্মীয় পরিচয় নয়, এটি আমার কঠোর পরিশ্রমের স্বীকৃতি।

করাচি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর শেষ করা হরমিত মিডিয়াতে কাজ শুরু করেছিলেন রিপোর্টার হিসেবে। এরই মধ্যেই খবর পড়তে গিয়ে খবরের শিরোনাম হয়ে গিয়েছেন তিনি।

পাবলিক নিউজের সম্পাদক ইউসুফ বেগ মীর্জা বলেন, উচ্চারণ, বাচনভঙ্গি এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণেই তাকে বাছাই করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে মনমিত কর নামে এক শিখ নারী রিপোর্টারকে নেয়া হয়।

মনমিত কর বলেন, পাকিস্তান সংবাদমাধ্যম রক্ষণশীলতা কাটিয়ে উঠছে। সংখ্যালঘু শুধু নয় রূপান্তরকামীদের সংবাদ সঞ্চালনার ছাড়পত্র দেয়া হয়েছে।

উল্লেখ্য, কয়েক মাস আগেই পাকিস্তানি মিডিয়ায় ২ তৃতীয় লিঙ্গের সঞ্চালক যোগ দিয়েছেন।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh