• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শপথ নিলেন পাকিস্তানের প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী বিচারক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৮, ১৭:৩৭

শপথ নিলেন পাকিস্তানের প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী বিচারক ইউসাফ সালিম। ২৬ জুন মঙ্গলবার তিনি এই শপথ গ্রহণ করেন। তিনি ছাড়াও দেশটির পাঞ্জাব-প্রদেশে আরও ২০ বিচারক শপথ নেন। লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ ইয়াওর আলী এ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

পাঞ্জাব জুডিশিয়াল অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে তিনি বিচারকদের কোনো ভয়ে ভীত হয়ে কারও পক্ষে রায় না দেয়ার অনুরোধ করেন। বিচারের কাজকে তিনি একটি পবিত্র পেশা হিসেবে উল্লেখ করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: মিয়ানমারে রোহিঙ্গা নিধনে নেতৃত্বদানকারী জেনারেল বরখাস্ত
--------------------------------------------------------

পরীক্ষায় দৃষ্টি-প্রতিবন্ধী ইউসাফ সালিমের অবস্থা সবার ওপর থাকলেও লাহোরের এই সন্তানকে প্রথম বিচারক হিসেবে নিয়োগ দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। এর পর বিষয়টি পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের দৃষ্টিগোচর হলে তিনি তা লাহোর হাইকোর্টকে (এলএইচসি) পর্যালোচনা করতে বলেন।

পরবর্তী সময়ে এলএইচসি এই দৃষ্টি-প্রতিবন্ধী আইনজীবীকে বিচারক হিসেবে নিয়োগের ব্যাপারে সুপারিশ করেন। সালিমের বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। জন্মের পর থেকেই তিনি দুই চোখে দেখতে পান না। তার চার বোনের দুজনই দৃষ্টি-প্রতিবন্ধী।

উল্লেখ্য, তার বোন সায়মা সালিম ২০০৭ সালে দেশটির প্রথম দৃষ্টি-প্রতিবন্ধী সিভিল সার্ভেন্ট হিসেবে যোগ দেন।

আরও পড়ুন:

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও নেতৃত্বে ফিরছেন বাবর আজম!
ভেঙে গেল ভারত-পাকিস্তানের দুই মেয়ের সম্পর্ক
পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী
‘ভারত বর্জনের ডাকে পাকিস্তান আমলের রাজনীতি চালুর চেষ্টা চলছে’
X
Fresh