• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মিশরে পঞ্চমবার বাড়লো জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৬ জুন ২০১৮, ১৮:৩০

মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছেন। এর আগে নতুন করে তিন মাসের জন্য জরুরি অবস্থা বৃদ্ধি করে প্রেসিডেন্ট সিসি যে ডিক্রি জারি করেছিলেন তা অনুমোদন দিয়েছে মিশরের পার্লামেন্ট। নতুন এই জরুরি অবস্থা আগামী ১৪ জুলাই থেকে কার্যকর হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

--------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, হাউজ অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার আলি আব্দেল আল বলেছেন, যে কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা এখনও বলবৎ আছে। তাই জরুরি অবস্থা বৃদ্ধি করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

মিশরের রাজধানী কায়রো ও আলেকজান্দ্রিয়ায় দুই চার্চে হামলার পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবার জরুরি অবস্থা জারি করা হয়। তখন জরুরি অবস্থা তিন মাসের জন্য জারি করা হয়েছে।

জরুরি অবস্থা জারি করা হলে কর্তৃপক্ষ আরও বেশি করে তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে। এরমধ্যে রয়েছে সন্দেহভাজন জঙ্গিদের রাষ্ট্রের নিরাপত্তা আদালতে রেফার করা, কারফিউ জারি করা এবং গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করা।

এছাড়া জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন মিশরের প্রেসিডেন্ট দেশটির নাগরিকদের যোগাযোগের ওপর নজরদারি করতে মৌখিক বা লিখিতভাবে নির্দেশ দিতে পারেন। আর মিডিয়া আউটলেট সেন্সর করতে এবং প্রিন্টিং প্রেস বন্ধ করতে পারবে।

আরও পড়ুন:

খ্রিস্টান ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্যে সমালোচনায় দুতার্তে

খুনের অভিযোগে মেক্সিকোতে এক শহরের সব পুলিশ গ্রেপ্তার

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বুয়েটে হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন আইসিসির প্রতিনিধি দল
X
Fresh