ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলেন ১ লাখ ২০ হাজার সৌদি নারী
আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন
| ২৫ জুন ২০১৮, ১৪:১৪ | আপডেট : ২৫ জুন ২০১৮, ১৪:২২

আরও পড়ুন : এবার অভিবাসীদের কীটপতঙ্গ বললেন ট্রাম্প
-------------------------------------------------------- এক প্রশ্নের জবাবে বাসসামি বলেন, গৃহকর্মীরাও গাড়ি চালাতে পারবেন, তবে ভিসার ধরন নিয়ে তাদের সমস্যা হবে। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ার পর এখন পর্যন্ত কোনও ট্রাফিক আইন ভঙ্গ বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, নারীদের বিশেষ পার্কিং সুবিধার জন্য এখনও কোনও নীতি গ্রহণ করা হয়নি, বিশেষ পার্কিং সুবিধা বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। আঙুলের ছাপ পরীক্ষার যন্ত্রের সাহায্যে নারীদের পরিচয় ও যাবতীয় তথ্য জানা যাবে। উল্লেখ্য, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশটিকে অতি-রক্ষণশীল অবস্থা থেকে বের করে আনতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সৌদিতে এখন সিনেমা হল চালু হয়েছে। এছাড়া সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ২০১৭ সালে একটি রাজকীয় ডিক্রি জারি করে দেশটির নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দেন। আরও পড়ুন : এপি/পি