• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইন্দোনেশিয়ায় তিনতলা থেকে লাফ দিয়ে গরুর আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৮, ১৭:২৫

তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে একটি গরু। বিষয়টি বিস্ময়কর হলেও এমনটা ঘটেছে ইন্দোনেশিয়ার জাকার্তার প্রমবনান নামের একটি গরুর বাজারের। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর নিউট্রাল নিউজ।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য ও গণযোগাযোগ বিভাগের প্রধান প্রু নুগরুহো জানিয়েছেন, প্রমবনান গরুর বাজারের তৃতীয়তলা থেকে একটি গরু আত্মহত্যা করেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। ওই সময় গরুটিকে বিক্রি করা হয়। এরপরই জনসমাগম থেকে বের হতে গরুটি ফুঁসে উঠে। কিন্তু গরুটি জানতো না সে তখন তিনতলা ভবনে আছে।

তিনি আরও বলেন, মূলত হঠাৎ অনেক মানুষ দেখে গরুটি ছোটাছুটি শুরু করে। পালানোর চেষ্টা করতে গিয়েই গরুর বাজারের তৃতীয়তলা থেকে লাফ দেয়। আর লাফ দেয়ার পরই গরুটির মৃত্যু হয়।

এদিকে গরুটির মৃত্যু নিয়ে প্রু নুগরুহো তার অফিসিয়াল টুইট অ্যাকাউন্ট থেকে টুইট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

--------------------------------------------------------
আরও পড়ুন : জার্মানিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছে প্রায় ৩০০ তুর্কি কূটনীতিক
--------------------------------------------------------

জিহিয়া নামে একজন টুইট করেন ‘দরিদ্র মালিকের গরুটি বৃথাই মারা গেল’।

ফজর আলম টুইটে লিখেন, ‘আমি দুঃখিত, আমি গরুর মৃত্যুর খবরটি সহ্য করতে পারছি না। গরুটির জন্য প্রার্থনা করছি, স্রষ্টা গরুটিকে উত্তম স্থান দান করবেন।’

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
ইন্টারনেটে ধীরগতি, এক মাস চলতে পারে ভোগান্তি
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
X
Fresh