• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ইসরাইলের ৪৫ রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০১৮, ১৭:০৪

গাজার ২৫টি সামরিক স্থাপনায় ৪৫টি রকেট ও মর্টারশেল ছুঁড়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল। ওইসব হামলার জবাবেই তারা গাজায় হামলা চালিয়েছে দেশটি। খবর বিবিসি, ইসরাইলি দৈনিক হারেৎজ।

ইসরায়েলি সেনাবাহিনীকে উদ্ধৃত করে খবরে বলা হয়, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গাজা থেকে ইসরায়েলে ৪৫টি রকেট ও মর্টার শেল ছোড়া হয়েছে। পাল্টা জবাবে বুধবার গাজায় হামাস সংশ্লিষ্ট ২৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
-----------------------------------------------------------
আরও পড়ুন : মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইমরানের আপিল
-----------------------------------------------------------

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় হামাসের একজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গাজা ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিগত কয়েক সপ্তাহ ধরে গাজার ইসরায়েল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। তারা ইসরায়েলে তাদের পিতৃপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার চেয়ে বিক্ষোভে নামে। ওই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

আরও পড়ুন :

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহুর অনুমোদন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
X
Fresh