• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ইমরানের আপিল

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জুন ২০১৮, ১৬:০৫

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। বুধবার আপিল ট্রাইব্যুনালে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তে আপিল করেন ইমরান। খবর দ্য নিউজের।

ইমরানের হয়ে তার আইনজীবী বাবর আওয়ানের করা ওই আবেদনে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সেখানে বলা হয়েছে, নির্বাচনের কয়েক সপ্তাহ আগে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের চেয়ারম্যান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হয়।
-----------------------------------------------------------
আরও পড়ুন : সঙ্গীকেই বিয়ে করছেন রানি দ্বিতীয় এলিজাবেথের ভাই
-----------------------------------------------------------

ওই আবেদনে আরও বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বাতিল করে ইমরান খানের মনোনয়নপত্র গ্রহণ করতে অনুরোধ করা হয়।

এদিকে এ বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের বিচারক মহসিন আখতার কায়ানির এজলাসে বৃহস্পতিবার শুনানি অনুষ্ঠিত হবে।

জিও নিউজ জানিয়েছে, আগামী ২২ জুন পর্যন্ত প্রার্থীরা যাতে আপিল দায়ের করতে পারে সেজন্য ২১টি ট্রাইব্যুনাল বসানো হয়েছে। এসব ট্রাইব্যুনালে মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে ২৭ জুন পর্যন্ত সিদ্ধান্ত দেয়া হবে।

এগুলোর মধ্যে আটটি পাঞ্জাবে, চারটি সিন্ধু, ছয়টি খাইবার পাখতুনখাওয়া ও দুটি ট্রাইব্যুনাল বেলুচিস্তানে বসানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে আগামী ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এর কয়েক সপ্তাহ আগে ইমরান খান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসিসহ বেশ কয়েকজন নেতার মনোনয়নপত্র বাতিল করে দেশটির নির্বাচন কমিশন।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে ৫ ইউপিতে মনোনয়নপত্র জমা দিলেন ৩৫২ জন
ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করলেন নিপুণ
‘অনির্দিষ্টকালের আগাম জামিন দেওয়া উচিত নয়’
উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা
X
Fresh